বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন শিক্ষানবীশ আইনজীবী মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, বুধবার, ২৩ মে ২০১৮ | ৬৩৭

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হলেন টাঙ্গাইলের শিক্ষানবীশ আইনজীবী মোঃ রাশেদ খান মেনন (রাসেল)।

কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় শিক্ষানবীশ আইনজীবী মোঃ রাশেদ খান মেনন (রাসেল) কে ২৩ মে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শিক্ষানবীশ আইনজীবী মোঃ এরশাদ আলী ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র শীল অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসার বহিঃপ্রকাশ করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মানবাধিকার কর্মী ডাৎ কায়েম উদ্দিন,বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার শিক্ষানবীশ আইনজীবী সৈয়দ মানিক, মোঃ রাসেল মিয়া, শাহিনুজ্জামান, দীপক কুমার বসাক, অতুল কুমার আর্য, ইয়া বাপ্পি কাওছার, সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।