টাঙ্গাইলে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ এএম, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ | ৪৪৬
টাঙ্গাইলে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিশ্বাস বেতকা এলাকায় সংরক্ষন ও চলাচল কর্মকর্তা খাদ্য গুদাম- ১ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।

টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জিন্নাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক পাটোয়ারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনএম রফিকুল ইসলাম, সংরক্ষন ও চলাচল কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।