রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে নাগরপুরে মানব বন্ধন

 নাগরপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৫৭৩

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে সমাজিক সংগঠন মানবতায় নাগরপুরের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান। মানব বন্ধনে সংগঠনের সকল সদস্য সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।