বগুড়ায় জামায়াত-শিবিরের ২৫ নেতা কর্মী গ্রেপ্তার


বগুড়ায় জামায়াত-শিবিরের ২৫ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
সোমবার দিবাগত রাতে বগুড়া সদর এলাকার দশঠিকা এলাকা থেকে তাদের অাটক করা হয়।এসময় বিপুল পরিমান হ্যান্ড বিল ,লিপ্লেট ও জেহাদী বই জব্দ করে পুলিশ ।
জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের উপশহর ফাঁড়ী পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের নের্তৃতে ফাঁড়ী পুলিশের একটি বিশেষ দল সদর এলাকার নিশিন্দারা ইউনিয়নের দশঠিকা গ্রামে অভিযান চালায়।
পুলিশের দলটি প্রথমে গ্রামের ৩নং ওয়ার্ডের কারিগড়পাড়া এলাকার জনৈক আব্দুস সোবহান নামের এক ব্যক্তির বাড়ী ঘিরে ফেলে। ওই সময় বাড়ীর ভেতরে জামাত শিবিরের নেতারা গোপন বৈঠক করছিল । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির নেতারা সঙ্গবদ্ধভাবে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পরিস্থিতি অনুধাবন করতে পেরে ইন্সপেক্টর শফিক জরুরী সাহায্য চেয়ে ওয়্যারলেসের মাধ্যমে বগুড়া সদর থানায় খবর প্রেরণ করেন।
জরুরী বার্তা পেয়ে বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (সার্বিক) এসএম বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে যান । পরে সম্মিলিতভাবে পুলিশের একাধিক দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে রাতের আধারে বেশ কিছু নেতা পালিয়ে যেতে সক্ষম হলেও ২৫ জন জামায়াত-শিবির নেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসময় তল্লাশিকালে ওই বাড়ি থেকে বিপুল পরিমান হ্যান্ডবিল, লিফলেট এবং জেহাদী বই জব্দ করা হয় । আটককৃতদের মধ্য ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতা ও সাবেক ইউপি মেম্বার জাহেদুর রহমান, রেজাউল করিম, লুৎফর রহমান সহ জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।
পরে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বগুড়া সদর থানায় নেয়া হয় । বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নাম প্রকাশে অনেচ্ছুক এক জামায়াত নেতা জানান,এটি কোন গোপন বৈঠক ছিলোনা।ঐ ব্যক্তির বাড়িতে এশার নামাজ পর মিলাদ মাহফিল ছিলো।
মাহফিল শেষে রাত সাড়ে ৯ টার দিকে জামায়াতের রমজানের লিফলেট বিতরণের সময় পুলিশ তাদের অাটক করে। অাটককৃতদের মধ্য অনেক সাধারন মানুষও রয়েছেন বলেও জানান এই নেতা।