নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করলেন ইউএনও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭ এএম, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ৪১৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের নতুন অফিস উদ্বোধন করলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: শারমিন আখতার।

বুধবার বিকেলে বাসষ্ট্যান্ড নাসির উদ্দিন সুপার মার্কেটের তৃতীয় তলায় এ অফিস উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার ইনামুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক উবায়দুল্লাহ আল-মাসুম, বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভূট্টো, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, নির্বাহী সদস্য নাজির হোসেন, নূর মোহাম্মদ, মহসিন আলী সরকার, আব্দুল হাকিম, সাংবাদিক আবু হানিফ প্রমূখ।