বগুড়ায় ধান ক্ষেত থে‌কে ৪জ‌নের গলাকাটা লাশ উদ্ধার

খালিদ হাসান,বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০ পিএম, সোমবার, ৭ মে ২০১৮ | ৫১৮
বগুড়ার শিবগ‌ঞ্জে  ধান ক্ষেত থে‌কে ৪ জ‌নের হাত পা বাধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (০৭ মে) সকালে  উপজেলার আটমুল ইউ‌নিয়‌নের ডাবুইর গ্রা‌মের পা‌শে বা‌গের ভিটা এলাকায় গলা কাটা লাশ গুলো দেখতে পায় গ্রাম বাসী।খবর পেয়ে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে পুলিশ।
 
এ রিপোর্ট  লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫ টা)নিহত ২জ‌নের নাম প‌রিচয় পাওয়া গেছে। তারা হ‌লেন উপজেলার  আটমুল ইউ‌নিয়‌নের কাঠগাড়া চক পাড়া গ্রা‌মের (১) আ‌ছির উ‌দ্দি‌নের ছে‌লে ভাই‌য়েরপুকুর হা‌টে পা‌নের খি‌লি বি‌ক্রেতা শাহাবুল ইসলাম(৩৩) ও রং মি‌স্ত্রি একই গ্রা‌মের জহুরুল ইসলা‌মের ছে‌লে জাকা‌রিয়া(৩০), জাকা‌রিয়ার বাবার বা‌ড়ি কিচক ধুলাঝাড়া গ্রা‌মে, সে তার মা‌য়ের কা‌ছে থা‌কেন ব‌লে গ্রামবা‌সি জা‌নি‌য়ে‌ছে। অন্য ২জ‌নের প‌রিচয় এখনো জানা যায়নি।
 
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা  নিষ্চিত  করেছেন