মরমী কবি পাগলা কানাই’র জীবনভিত্তিক বই পাঠ প্রতিযোগিতা

ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৬:২৭ পিএম, শনিবার, ৫ মে ২০১৮ | ৭৯৭

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই’র জীবনভিত্তিক বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী পাগলা কানাই অডিটরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে গণপাঠাগার। দিনব্যাপী এ প্রতিযোগিতায় সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

পাগলা কানাই গণপাঠাগারের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা কানাই গণপাঠাগারের সভাপতি শাম্মী ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এর দপ্তর সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পাগলা কানাই গবেষক আক্কাস উদ্দিন, বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ অন্যান্যরা। পরে ৩ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।