বঙ্গবন্ধু আজীবন বাঙ্গালি জাতির জন্য সংগ্রাম করেছেন-ভিসি ড. হারুন-অর-রশিদ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৬ পিএম, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৩৯৭

জাতীয় বিশ^ বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন বঙ্গবন্ধু আজীবন বাঙ্গালি জাতির জন্য সংগ্রাম করেছেন। এদেশের গরিব মানুষ, নির্যাতিত মানুষ, অধিকারহীন মানুষের পাশে দাড়িয়েছেন, সংগ্রাম করেছেন তাদের জন্য যুদ্ধ করেছেন।

১২ বছর পাকিস্তানের কারাগারে থেকেছেন তারপর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন শিক্ষার জন্য, উন্নয়নের জন্য, মানুষের স্বাস্থ্য সেবার জন্য কাজ করেন।

শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয় বি সি আর জি ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ আরো বলেন, যারা বাংলাদেশ সৃষ্টি করেছেন তাদের হাতে যখন নেতৃত্ব থাকে তখন দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ নিরাপদে থাকে। যখন নেতৃত্ব অন্য হাতে যায় তখন দেখি ঘুষ, দূর্ণীতি, মারামারি, হানা-হানি এ সন্ত্রাস দুটি ভিন্ন চিত্র আমরা দেখতে পাই। কাজেই বাংলাদেশকে যদি অভিষ্ট লক্ষে পৌছাতে হয়, উন্নতির শিখরে পৌছতে হয়, সমৃদ্ধ বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হতে হবে।

৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে অবিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সম্পদ ছিনিয়ে নেয়া যায় কিন্তু শিক্ষা ছিনিয়ে নেয়া যায় না। কাজেই শিক্ষা হচ্ছে বেষ্ট ইনভেষ্টমেন্ট।

কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এমপি’র সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হামদর্দ্দ বিশ^ বিদ্যালয়ের সাবেক ভিসি ড. তানভীর আহমেদ খান, জাতীয় বিশ^ বিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মনিরুজ্জামান শাহীন, প্রকৌশলী জিকরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান শাহীন, পুলিশ সুপার মাহমুদ উল্লাহ, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউর রহমান, বি সি আর জি কলেজের অধ্যক্ষ এস এম সোহরাওয়ার্দ্দী প্রমুখ।