ভারতে ১৩ শিশু নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ | ৫৩৯

ভারতের উত্তর প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় ১৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাতটায় কুশিনগরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সিওয়ান থেকে গোরাখপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ শিশুর মৃত্যু হয়। 

এসময় রেল ক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্কুল বাসের চালককে সতর্ক করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাস চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। দুর্ঘটনার সময় স্কুলবাসে ২৫ শিক্ষার্থী ছিল। টুইট বার্তায় শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

নিহত শিক্ষার্থীর প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।