দেলদুয়ারে কোটা প্রথা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৪০২

টাঙ্গাইলের দেলুদয়ারে কোটা প্রথা বহালের দাবি ও অন্যান্য দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ শহীদুল আলম বাবলু প্রমুখ।