আজ সেই শোকের দিন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৫৫৬

রানা প্লাজা ধসের সেই বিভীষিকাময় ট্র্যাজেডির দিন আজ। প্রিয়জন হারানোর ব্যথা নিয়ে পাঁচ বছর ধরে শোক বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। সেদিন যারা ধ্বংসস্তূপ থেকে ফিরতে পেরেছিলেন তারা বেঁচে আছেন দুঃসহ যন্ত্রণা নিয়ে।

সাভারে রানা প্লাজা ভবন ধসে হাজারো শ্রমিক হতাহতের রক্তাক্ত ঘটনা ঘটে ২০১৩ সালের ২৪ এপ্রিল। স্কুলের মাঠে সারি সারি মরদেহের কথা আজও ভুলতে পারেননি অনেকেই। ৫ বছর আগের সেই রানা প্লাজার কালো চিহ্ন এখন ঢেকে গেছে সবুজ ঘাস আর কচুরিপানায়। তবুও সেখানে আজও স্বজনেরা খুঁজে ফেরেন সেই প্রিয় মুখ।

রানা প্লাজা ধসে নিহত হন প্রায় সাড়ে ১১শ মানুষ, আহতের সংখ্যা ছিল আড়াই হাজার। যারা পঙ্গু হয়েছেন তাদের জীবনযুদ্ধ এখনো চলছে। আহত শ্রমিক যাদের এখনো নিয়মিত চিকিৎসা নিতে হয় তাদের জন্য স্থায়ী মেডিকেল ক্যাম্প করার দাবি শ্রমিক নেতাদের। প্রতি বছর ২৪শে এপ্রিল আসে, নিহতদের স্মরণ করা হয় নানা কর্মসূচিতে।

কিন্তু প্রিয়জন হারানোর শোক কাটে না। যারা বেঁচে আছেন তাদের প্রতিনিয়ত তাড়া করে ফেরে বিভীষিকাময় সেই ২৪শে এপ্রিল।