নড়ে ওঠা শিশুটি আর বেঁচে নেই


ঢাকা মেডিকেলে মৃত ঘোষণার পর কবরস্থানে কেঁদে ওঠা নবজাতক মীম মারা গেছে। মঙ্গলবার ভোররাতে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটি।
সোমবার সকালে ঢাকা মেডিকেলে নবজাতক মীমের জন্ম দেন মা শারমিন আক্তার। জন্মের পর নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরে আজিমপুর কবরস্থানে দাফনের আগে গোসল করানোর সময় হঠাৎ নড়ে ওঠে মিম। দ্রুত তাকে আজিমপুর মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসকেরা শিশুটিকে আগারগাঁও শিশু হাসপাতালে পাঠান। ঘটনা তদন্তে কমিটি করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।