মৃত ঘোষিত শিশু গোসলের সময় হঠাৎ কেঁদে উঠলো

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৪৩৮

ভূমিষ্ঠ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এক নবজাতককে মৃত ঘোষণা করেন। মৃত সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান শোকাতুর পিতা। গোসল করানোর সময় হঠাৎই কান্না করে ওঠে নবজাতকটি। সাথে সাথেই তাকে নিয়ে কাছের আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবাসহ অন্য স্বজনরা। সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে। মৃত ঘোষিত সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে আবেগাপ্লুত বাবা শরিফুল ইসলাম জানান, এ আনন্দ বলে বোঝানোর নয়। সন্তানের নাম রেখেছেন মীম।

আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, মৃত হিসেবে আনা নবজাতকটিকে দাফন করার আগে গোসল করাতে পাঠানো হয়। গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি নড়েচড়ে ওঠে। এর পর আবার পানি ঢালতেই কান্না করে ওঠে।