টাঙ্গাইলে শিশু আনন্দমেলার উদ্বোধন

তনয় কুমার বিশ্বাস
প্রকাশিত: ০৭:৩০ পিএম, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | ৪০৫

টাঙ্গাইলে শিশু একাডেমীর উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪২৫ ও শিশু আনন্দমেলার উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান।

এসময় প্রধান অতিথি হিসেবে তিনি তাঁর বক্তেব্যে বলেন, শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে শিশু আনন্দ মেলার মত এই ধরনের উদ্যোগ খুবই ভালো। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে শিশুদের অংশগ্রহন করানো দরকার। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

তাই তিনি শিশুদের প্রতি সঠীক যত্ন নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের জেলা সংগঠক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা শিক্ষা গবেষনা বিষয়ক কর্মকর্তা মো. বায়েজীদ হোসেন ও সাংবাদিক রতন সিদ্দিকী।

আলোচনা শেষে শিশু আনন্দ মেলা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, লোকসংঙ্গীত প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শিশুদের অংশগ্রহনে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামী ২২ এপ্রিল রবিবার পর্যন্ত। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক তরুণ ইউসুফ।