টাঙ্গাইল সদরে গম বীজ উৎপাদন প্রদর্শণীর মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ৪৩২

চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বাস্তবায়িত গম বীজ উৎপাদন প্রদর্শণীর মাঠ দিবস গতকাল বুধবার টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালক মো. আব্দুর রাজ্জাক, বিশেস অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান।

কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবদুস ছাত্তার আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, ইউ পি সদস্য মো. আবদুল খালেক,কৃষক আবু সাইদ মোল্লা প্রমুখ। শুরুতে স্বাগত বক্তৃতা করেন স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম।