নন্দীগ্রামে ইয়াবাসহ সাবেক ছাত্রদল সভাপতি গ্রেফতার


বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা (৩৮) ও কর্মী সোহাগ সরকারকে (২৮) গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার রাতে তাদের উপজেলার চাকলমা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম দামরুল গ্রামের ইদ্রিস আলীর ও একই সংগঠনের কর্মী চাকলমা বাজার এলাকার সরোয়ার হোসেনের ছেলে।
এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে তাদের চাকলমা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। গ্রেপ্তারের বিষয়টি থানার সেকেন্ড অফিসার ইনামুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।