ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়া সম্পর্কে যা বললেন


সিরিয়ায় যৌথ হামলা নৈতিক ও বৈধ। সিরিয়ার নাগরিকদের মানবিক কষ্ট থেকে মুক্তি দিতে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ পার্লামেন্টে এক বিতর্কে থেরেসা মে এমপিদের উদ্দেশে বলেন, আসাদ সরকার দুমাতে রাসায়নিক হামলার সাথে জড়িত থাকার পিছনে স্পষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানে নয়, এই হামলা আমরা নৈতিক দিক থেকে করেছি।
তবে এ অভিযানকে আইনিভাবে প্রশ্নবিদ্ধ বলে মত দেন দেশটির লেবার পার্টির নেতা জেরেমি কোরবাইন। তিনি আরো বলেন, পার্লামেন্টের কাছেই সরকারের দায়বদ্ধ। মার্কিন প্রেসিডেন্টের খেয়ালে এটি চলবে না।
প্রসঙ্গত, গত শনিবার সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই সমালোচনার মুখে পড়েন থেরেসা মে। এরপর সোমবার বিষয়টি পার্লামেন্টের অধিবেশনে উঠলে তাকে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তাকে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়।