ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

যানজট না থাকায় স্বাস্তিতে রয়েছে পুলিশ প্রশাসন

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩২ পিএম, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭ | ৪৮৬

প্রশাসনের নজরদারি ও পুলিশের সকল বিভাগের নিরলশ প্রচেষ্ঠায় ঈদ পরবর্তী সময়েও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রয়েছে। এর ফলে কর্মস্থল মুখী মানুষের সাথে মহাসড়কে অবস্থানকারী পুলিশ প্রশাসনও স্বস্তি প্রকাশ করছেন।

ঈদ পরবর্তী সময়ে রাস্তাঘাটে কর্মস্থলমুখী মাসুষের চাপ বারলেও যানজটের কবলে পড়েনি ঢাক-টাঙ্গাইল মহাসড়ক। বুধবার বেলা একটা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। ফলে নির্বিঘেœ ফিরছে কর্মস্থলমুখী মানুষ এবং স্বস্তিতে রয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার বেলা বারটায় মহাসড়কে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে কোথাও যানজট নেই। রাস্তায় যান চলাচল রয়েছে স্বাভাবিক এবং চাপ কম।
কর্মস্থলমুখী কয়েকজন যাত্রী আলমগীর হোসেন, আবু সাইদ মিয়া, রতন দত্ত ও আবুল হোসেনের সাথে কথা হলে তারা বলেন,যানজটমুক্ত মহাসড়কের এই অবস্থা দেখে মনেই হয়না রাস্তায় চলছি। ঈদের আগে ও পরে মহাসড়ক যানজট মুক্ত থাকায় তারা পুলিশের সকল বিভাগকে ধন্যবাদ জানান।
র্
াপুর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন বিভাগীয় উর্ধতন কর্তৃপক্ষের নজরদারি এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় এবার ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখা সম্ভব হয়েছে।ফলে কর্মস্থরমুখী মানষের মত আমরাও স্বস্তিতে রয়েছি।