মির্জাপুরে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার প্রদান

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ এএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৪৭৮

মির্জাপুরে মরহুম আলী আকবর খান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রকল্প ২০১৭ এর ১৩ তম সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় উপজেলার গুণটিয়া সমাজ কল্যান সমিতির কার্যালয়ে এই সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রকল্পের পৃষ্ঠপোষক জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম মিজানুল হক, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, গুণটিয়া সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, আকিব আকবর খান চৌধুরী প্রমুখ।

আ্যাম্বিশন কিন্ডার গার্টেন এন্ড কোচিং সেন্টার আয়োজিত বৃত্তি পরীক্ষায় মির্জাপুর, বাসাইল,দেলদুয়ার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে থেকে বৃত্তিপ্রাপ্ত ৮৬ জনকে সনদ পুরস্কার প্রদান করা হয়।