বাসাইলে যুব উন্নয়নের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ

এনায়েত করিম বিজয়, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ | ৪৩৯

টাঙ্গাইলের বাসাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উপজেলার ৪৫জন যুব ও যুব নারীদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে উপজেলা পরিষদ চত্বরে আইসিটি মোবাইল ট্রেনিং কারে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ এপ্রিল) দুপুরে প্রশিক্ষণ চলাকালীন সময়ে পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বাছেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা হারুনুর রশীদ প্রমুখ।