কোটা সংস্কার আন্দোলন স্থগিত


জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা পর কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন জারির দাবি করেছেন তারা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা পদ্ধতিই বাতিল করার ঘোষণা দেয়ার পর নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সিদ্ধান্ত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, কোটার সংস্কার চেয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গত ২৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছে। রোববার তাদের পদযাত্রা ও অবস্থা কর্মসূচি চলাকালে ঢাকায় পুলিশ বাধা দিলে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরতরা রোববার শাহবাগ মোড় চার ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ তাদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট-কাঁদানে গ্যাস ছুড়ে সরিয়ে দেয়। কিন্তু এরপর বিক্ষোভ আর সংঘাত ছড়িয়ে পড়ে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলনের মুখে বাদ্ধ হয়ে বুধবার কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।