সরকারি চাকরিতে কোটা থাকবে না

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ৪৪২

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, ঠিক এ সময়ে এসে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে দাবি করেছে, এখন থেকে সরকারি চাকরিতে আর কোনো কোটাই থাকবে না।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে সর্বশেষ  আপডেট আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি সবকিছু জেনে তার পরে আমাদের বলেছেন, সরকারি চাকরিতে যে কোটাপ্রথা রয়েছে, এখন থেকে সরকারি চাকরিতে আর কোনো কোটা পদ্ধতি থাকবে না।’

এ সময় সেখানে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাঁদের ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, এখন থেকে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না।

এই দুই ছাত্রলীগ নেতার দাবি অবশ্য আর কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে সরকারি কোনো বক্তব্য তিনিই দেবেন। এর পরেই আজ ছাত্রলীগের দুই নেতা এই বক্তব্য দিলেন।

আজ প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেবেন বলে জানান দুই ছাত্রনেতা। 

একই তথ্য জানিয়ে ‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না—দেশরত্ন শেখ হাসিনা’ শিরোনামে ফেসবুকে পৃথক স্ট্যাটাস দেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কোটা সংস্কার নিয়ে সেখানে কাজ চলছে।

সরকারি চাকরিতে বিদ্যামান ৫৬ ভাগ কোটা সংস্কার করে ১০ ভাগে নামিয়ে আসার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।