টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষে গণশুনানি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | ৪৭২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল। প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ তৌহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপ-সচিব মনজুর মোহাম্মদ সাহরিয়ার, টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানের জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।