মির্জাপুরে চোলাই মদ সহ গ্রেফতার ২


টাঙ্গাইরের মির্জাপুরে ৫০লিটার চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে মির্জাপুর উপজেলার গায়রাবেতিল গ্রামের পুকুরপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার গায়রাবেতিল গ্রামের খিরমোহন কোচের ছেলে সুধীর কোচ (২৮) ও রোপচান কোচের ছেলে রবেন্দ্র কোচ (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা গায়রাবেতিল গ্রামের পুকুরপার এলাকায় ৫০ লিটার চোলাই মদ অন্যত্র পাচার করার চেষ্ঠা করছিল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাশতৈল ফাড়ির পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।
বাশতৈল ফাড়ির উপ পরিদর্শক আসাদুজ্জামন বলেন গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ওই এলাকায় চোলাই মদের ব্যবসা করে আসছিল। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।