টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়
এসএসসি ‘১১’ ব্যাচের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আসলামকে বিদায়ী শুভেচ্ছা


টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ‘১১’ ব্যাচের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আসলাম খানকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে। ৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আহাদুজ্জামান মিয়া, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, সহকারি প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল কদ্দুছ এবং এসএসসি ‘১১’ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তনয় কুমার বিশ্বাস।
টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আসলাম খান ২০১৫ সালে ২৭ মার্চ টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ এপ্রিল প্রস্থান করেছেন। এই তিন বছর দায়িত্বপালন কালে অইনশৃঙ্খলা রক্ষার্থে নানা কর্মকান্ডে ভূয়সী প্রশংসা অর্জন করেছেন সফল এই পুলিশ কর্মকর্তা। তাই বিদায়ী বেলায় টাঙ্গাইলের সকল মানুষের ভালবাসাতেও সিক্ত হয়েছেন তিনি। পুলিশ হেডকোয়ার্টাসের বদলী জনিত কারণে তিনি টাঙ্গাইল থেকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করবেন।
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘টাঙ্গাইলে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে। দায়িত্বপালন কালে টাঙ্গাইলবাসী সবাই আমার আপন হয়ে গিয়েছিল। ভবিষ্যতে যদি টাঙ্গাইলবাসীর সেবা করার সুযোগ পাই তাহলো চেষ্টা করবো। টাঙ্গাইলের মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। টাঙ্গাইলের সকল মানুষ সবসময় যাতে ভাল থাকে সেই প্রত্যাশা করি।’
এমএমআর