বঙ্গবন্ধু সেতুরক্ষা মূল গাইড বাঁধে ফের ধস


বঙ্গবন্ধু সেতুরক্ষা বাঁধের পূর্ব পাড়ে গড়িলা বাড়ি অংশের মূল গাইড বাঁধের ২০০ মিটারসহ প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে এ ভাঙ্গন ও ধসের শুরু হয়। ভাঙ্গন এখনও অব্যাহত রয়েছে। ফলে সেখানে থাকা কমপক্ষে ১৫টি বসত ভিটা নদী গর্ভে চলে গেছে। এতে হুমকিতে পড়েছে বঙ্গবন্ধু সেতু।
সেতু কর্তৃপক্ষ পূর্বের দু’টি ধসে যাওয়া স্থানে সামান্য কিছু বালুর বস্তা ফেললেও এ বাধঁটি রক্ষার জন্য এখন পর্যন্ত জোরালো কোন কার্যক্রম শুরু করেনি।
স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু মহল বাঁধের কোল ঘেষে বালু উত্তোলনের ফলে নিচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকি ও গাফলতির কারণে বাঁধটির এ অবস্থা বলে জানান স্থানীয়রা।
বাঁধটি ভেঙে যাওয়ায় চরম হুমকিতে পড়বে বঙ্গবন্ধু সেতু। এছাড়াও বাধেঁর পাশের ৭টি গ্রাম, গড়িলা বাড়ি, বেলটিয়া, আলীপুর, বুরুপ বাড়ি, পৌলির চর, দৌগাতি ও বেঁড়িপটল একেবারে বিলীন হয়ে যাবে।
সেতুর তত্বাবধানে থাকা প্রকৌশলী মো. ওয়াশিম আলী জানিয়েছে, ১০০ মিটার পাথর ও ১৮ মিটার বøক দ্বারা ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতুরক্ষার জন্য বাঁধটি নির্মাণ করা হয়েছিল। আকস্মিকভাবে সেতুর গাইড বাধে ধস শুরু হয়েছে। তবে বাঁধ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।