ভ্রাম্যমান আদালতের অভিযানে
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বাংলা ড্রেজার ও বেকু ধ্বংস


টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার এলেংজানী নদীর ধলাটেঙ্গর নামকস্থানে ১০ টি বাংলা ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। পরে বঙ্গবন্ধু পূর্ব থানার কাছাকাছি ধলেশ্বরী নদীতে ৪ টি ড্রেজারে আগুন দেয়া হয় ও ২ টি বেকু ভেঙ্গে ফেলা হয়।
৪ এপ্রিল বুধবার সারাদিন ব্যাপী এ অভিযান পরিচালনা করেন, কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহরিয়ার রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজা মো: গোলাম মাসুদ প্রধান। এ সময় পুলিশ, র্যাব, ব্যাটেলিয়ানসহ আইন শৃখংলা বাহিনীর অর্ধ শতাধিক সদস্য অভিযানে নিরলস ভূমিকা পালন করে।
কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার জানান, অভিযান চলাকালীন সময়ে আমরা কোন ঘাট মালিক, বালু ব্যবসার সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।