শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫ এএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৮৯৯

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মধ্যম ও উন্নত রাষ্ট্রে উত্তরনের জন্য শিক্ষার উপর জোর দিতে হবে।

তিনি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। এই উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এর প্রসারে সরকার নানা মুখী পদক্ষেপ নিয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকালে টাঙ্গাইল পৌর এলাকার ১১নং সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহ্ফিল, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আজিজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন,উপজেলা শিক্ষা অফিসার, আমিরুল ইসলাম সদস্য টাঙ্গাইল জেলা পরিষদ, এম এ রৌফ সাধারণ সম্পাদক টাঙ্গাইল শহর আওয়ামীলীগ, ফারুক হোসেন সোনা মিয়া প্রমুখ।