চীনে 'বজরঙ্গি ভাইজান'-এর ৩০০ কোটির ব্যবসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৪৮৫

মুক্তির ১ মাসের মাথায় চীনের বাজারে ৩০০ কোটি রুপি ব্যবসার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে সালমান খানের সুপারহিট ছবি 'বজরঙ্গি ভাইজান'। 

বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইটারে লেখেন, ভারতে মুক্তির ৩০ মাসের মাথায় চীনে মুক্তি দেওয়া হয় বজরঙ্গি ভাইজান। ৩০০ কোটি আয়ের খুব কাছাকাছি এখন ছবিটি। পঞ্চম উইকএন্ডে (১ এপ্রিল) এর আয় ছিল ৪৫.৪২ মিলিয়ন ডলার (২৯৫.৩২ কোটি রুপি)। অসাধারণ।

উল্লেখ্য, কবির খান পরিচালিত ও সালমান খান, কারিনা কাপুর খান আর শিশুশিল্পী হর্ষালি মালহোত্রা অভিনীত 'বজরঙ্গি ভাইজান' ছবিটি চীনের ৮০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। চীনে এই ছবিটির নাম দেওয়া হয় 'লিটল লোলিতা মাঙ্কি গড আঙ্কেল'।

সূত্র : এনডিটিভি