বগুড়ায় খালেদার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখা। রোববার (১ লা এপ্রিল)বগুড়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বিএনপি নেতা কর্মীরা শহরের ষ্টেশন রোড হয়ে সাতমাথা, নিউ মার্কেট, চাঁদনী বাজার, ফতেহ আলী বাজার গেট হয়ে নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ে গিয়ে লিফলেট বিতরণ শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, মতিয়ার রহমান মতি, অধ্যাপক ডা: শাহ মোঃ শাজাহান আলী, কামরুজ্জামান রাফু, অ্যাডভোকেট শেখ মোখলেছুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, কে এম খায়রুল বাশার, শহীদুন্নবী সালাম, মেহেদী হাসান হিমু, ফারুকুল ইসলাম, আবুল বাশার, শহিদুল ইসলাম প্রমুখ।