পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
 
												 
																			জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহন, মশাল প্রজ্জ্বলন, বেলুন উড্ডয়ন, কপোত অবুমুক্তকরণ ও ক্রীড়াবিদদের মার্চ পাস্ট এর মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ শনিবার বিকেলে পুলিশ লাইন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা শিক্ষার একটি অংশ। প্রতিবছর সকলেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য আগ্রহ হয়ে বসে থাকে। খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। খেলাধুলায় অংশগ্রহন করাই বড় কথা। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।’ পরে তিনি ক্রীড়াবিদদের মার্চপাস্টের সালাম গ্রহন করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ শারীরিক কসরত উপভোগ করেন। এরপর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দিন, কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা, পুলিশ লাইনস্ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. জামাল মিয়া প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ক্রীড়া পরিচালনা করেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল কদ্দুছ।
এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা তানজিনা জাহান।
 
                         
 
             
            