সরকারের সাথে আমরা জোটবদ্ধ ,তাই দেশের অগ্রগতি অব্যাহত রয়েছে - বন ও পরিবেশ মন্ত্রী

জুনায়েদ, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪২ এএম, শনিবার, ৩১ মার্চ ২০১৮ | ৩৮৯
জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। রাজনৈতিক ঐক্যমত থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত হয়। অতীতের মতো আওয়ামীলীগের সাথে মিলেমিশে জাতীয় পাটি দেশের কল্যানে কাজ করবে। সরকারের সাথে আমরা জোটবদ্ধ আছি বলেই দেশের অগ্রগতি অব্যাহত রয়েছে। কারণ আমরা উন্নয়নে বিশ্বাসী।
 
তিনি বলেন, সামারিক বাহিনী থেকে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে উপজেলা পরিষদ প্রথা চালুর মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছিলেন। যার কারনে দেশের প্রতিটি জনপদের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে। আমরা উন্নয়ন অগ্রগতি ও ঐক্যমতের ধারা অব্যাহত রাখতে চাই। সেইজন্য সকলকে উদার ও উদ্যোগী ভুমিকা রাখতে হবে। 
 
৩০ মার্চ  শুক্রবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মাঠে চকরিয়া-পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান বক্তা ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বনসংক্ষক শফিউল আলম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক ড.জগলুল হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের ডিএফও এসএম গোলাম মাওলা, কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও হক মাহাবুব মোর্শেদ, দক্ষিনের ডিএফও আলী কবির, চট্টগ্রাম উপকুলীয় বনবিভাগের ডিএফও হুমায়ুন কবির, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাফারি পার্কের রেঞ্জ মোরশেদুল আলম, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন।
 
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ বলেছেন, আমি পানি সম্পদ মন্ত্রী থাকাবস্থায় শাহপরীর দ্বীপ থেকে মিরসরাই পর্যন্ত বাঁধ দেয়ার ব্যবস্থা করেছি। চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ভাংগন রোধে ৪’শ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আগামী অর্থ বছরে চকরিয়া-পেকুয়াবাসীকে বন্য থেকে রক্ষায় মাতামুহুরীর নদীর ড্রেজিং কাজ শুরু হবে। বক্তব্যের শেষভাগে মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ ঘোষনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় মনোনয়ন পাবে হাজি মো.ইলিয়াছ এমপি। কারন পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পছন্দের তালিকায় তাঁর নাম রয়েছে। অপরদিকে বিগত সময়ে তিনি চকরিয়া-পেকুয়াবাসির কল্যানে কাজ করেছে। এসব বিবেচনায় দল তাকে মনোনয়ন দেবে।
 
অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, কক্সবাজার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য রেহেনা বেগম রাহু।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সহ-সভাপতি সাংবাদিক দিদারুল করিম, সাধারণ সম্পাদক বিডিআর জাহাংগীর আলম, চকরিয়া পৌরসভা সভাপতি জসিম উদ্দিন কমিশনার, মাতামুহুরী উপজেলা সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
 
সংবর্ধনার আগে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ঘুরে দেখেন। এসময় তিনি পর্যটকদের আকৃষ্ট করতে এই পার্কের উন্নয়নে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।