বগুড়ায় কুটির শিল্প মেলার উদ্বোধন


বগুড়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উক্ত মেলার উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ উন্নত হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা আগের তুলনায় বেড়েছে। তাদের স্বপ্নগুলো এখন বাস্তবে রুপ দিয়েছে। বগুড়ার শিল্প কলকারখান উন্নতি হয়েছে। এখন লোকজনদের প্রশিক্ষন দিয়ে কর্মমুখী করতে হবে।
বগুড়া বিসিক শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপক মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ, নাসিব বগুড়া জেলা শাখার সভাপতি টি জামান নিকেতা, মোস্তফা জাহাঙ্গীর ব্রাদার্সের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোস্তফা মাহ্মুদ শাওন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া বিসিক উপ-ব্যবস্থাপক জাহেদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা এ কে এম মাহফুজুর রহমান।