নাগরপুরে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪ পিএম, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | ৪৯১

মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঙ্গালিয়ানা সামাজিক উন্নয়ন সংঘের উদ্যোগে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

মো. হুমাযুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. খুরশিদ আলম বাবুল, অফিসার ইনচার্জ(ওসি) মাইন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিঞা, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শম্ভু নাথ সাহা, শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী, ঘুনিপাড়া আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন ও গয়হাটা শহীদ শামছুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষিকা নাসিমা আক্তার সূবর্ণাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।