দেলদুয়ারে যথাযথ মর্যাদায়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
টাঙ্গাইলের দেলদুয়ারে ২৬ মার্চ সোমবার দিন ব্যাপী বর্ণীল আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ, দেলদুয়ার প্রেসক্লাব ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলণ, শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইড ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
দেলদুয়ার উপজেলা স্টেডিয়াম প্রঙ্গনে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন দেলদুয়ার-নাগরপুর আসনের এম.পি খন্দকার আব্দুল বাতেন, উপজেলা নির্বাহী নির্বাহী সাবিনা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ ও দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম। কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা স্বাধীনতা ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন এমপি খন্দকার আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন বালা ও মাতিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সম্পাদক এম শিবলী সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের বাবলু, সৈয়দ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানোয়ার হোসেন।
