মহান স্বাধীনতা দিবসে

চকরিয়া প্রেস ক্লাব এর উদ্যোগে শহীদ মিনারে পুষ্প অর্পণ

চকরিয়া কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৩ এএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৫১১

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল।

বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি।রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন আজ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ভোর ৭ টায় চকরিয়া বিজয় মঞ্চস্থ শহীদ মিনারে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর নেতৃত্বে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, চকরিয়া প্রেসক্লাবের  যুগ্ম সম্পাদক মিজবাউল হক, চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এসএম হানিফ, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, মনির আহমদ, ক্রীড়া সম্পাদক মনজুর আলম, সদস্য মোহাম্মদ উল্লাহ, একেএম ইকবাল ফারুক, রিদুয়ানুল হক, জুনাইদ উদ্দিন, গিয়াস উদ্দিন, আবদুল হামিদ।