কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

পুলিশই জনতা-জনতাই পুলিশ শ্লোগানে সারা বাংলাদেশে একযোগে পুলিশিং ডে-২০১৭ উদযাপনের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী থানায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর শনিবার বিকেল ৩ টায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আসলাম সিদ্দিকী ভূট্টো প্রমুখ।