মির্জাপুরে গণহত্যা দিবসে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৭ পিএম, রোববার, ২৫ মার্চ ২০১৮ | ৫১৫

টাঙ্গাইলের মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্জলন করা হয়।

এর আগে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

মোমবাতি প্রজ্জলন কর্মসূচীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।