কিশোরগঞ্জে পাঠদান বিরত রেখে রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল ও কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া তার সহকারী শিক্ষকদের নিয়ে নীলফামারী-৩ অখন্ড আসনকে রাখার দাবীতে পাঠদান বিরত রেখে মানব বন্ধন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, সংসদীয় আসন খন্ডিত রাখার দাবীতে মানব বন্ধনের আয়োজন করা হয়। গত বুধবার ১৪ মার্চ স্বাধীন নির্বাচন কমিশন খন্ডিত নীলফামারী-৩ আসনকে অখন্ড রেখে খসড়া তালিকা প্রকাশ করলে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিষয়টি নিয়ে ষড়যন্ত্রেলিপ্ত হয়।
পরে তার (সংসদ সদস্যের) প্রতিনিধি মোঃ ইউনুছ আলী ও বড়ভিটা স্কুল ও কলেজের সভাপতি বড়ভিটা স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠদান থেকে বিরত রেখে রংপুর-জলঢাকা সড়কের উপরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানব বন্ধন করেন। অপরদিকে রণচন্ডি স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন তার সহকারী শিক্ষকদের নিয়ে স্কুল ও কলেজের পাঠদান বন্ধ রেখে মানব বন্ধনে অংশ নেয়।
নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার প্রতিনিধি ইউনুছ আলীর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,বড়ভিটা স্কুল ও কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া,মহিমা রঞ্জন রায়,গোলাম রব্বানী মিন্টু ও মোশারফ হোসেন বাবুল প্রমুখ।
এ ব্যাপারে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়ার সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি মানব বন্ধনে অংশ গ্রহন করি নাই। আমি আনন্দ মিছিলে অংশ গ্রহন করেছি।
রণচন্ডি স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন বিষয়টি স্বীকার করে বলেন,মানব বন্ধনে শুধু আমি অংশ গ্রহন করেছি, আমার কোন সহকারী শিক্ষক মানব বন্ধনে অংশ গ্রহন করে নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসানের সাথে কথা হলে তিনি বলেন, পাঠদান বিরত রেখে মানব বন্ধনে অংশগ্রহণ করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এস.এম.মোসফিকুর রহমান লাল