টাঙ্গাইলে অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে ভাতা বই বিতরন

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | ৪২৯

 

টাঙ্গাইলে অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে ভাতা বই বিতরন করা হয়েছে। ২৮ আগস্ট সোমবার টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহানের সভাপতিত্বে ভাতা বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আববাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি প্রমূখ।