নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ভুয়াপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা

ভুয়াপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | ৫২৪

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভুয়াপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভ‚ঞাপুর-তারাকান্দি সড়ক হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চক্তরে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) শরীফ আহমেদ, থানা অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদলসহ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা।