মহাসড়কের যাত্রী দূর্ভোগ নিরসনে সচেষ্ট পুলিশ বাহিনী

আলোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | ৬৩১

বাংলাদেশ পুলিশ হেডকোয়াটারের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান পিপিএম বলেছেন, আসন্ন ঈদ উপলক্ষে ঘর মুখো মানুষের নির্বিঘেœ যাতায়াত ও মহাসড়কের যাত্রী দূর্ভোগ নিরসনে সচেষ্ট পুলিশ বাহিনী রয়েছে।

বিগত কয়েক বছর ধরে এ বাহিনী এ কাজে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। এবারও যাতে ঘরমুখো মানুষের যাত্রা পথে দূর্ভোগ না হয় সেজন্য আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ অন্যান্য ইউনিট থেকে পুলিশকে এ যানজট নিরসনে রাস্তায় নামানো হয়েছে। এর ফলে মহাসড়কের যানজট সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন,মহাসড়ক নির্মাণ হওয়ার পর থেকে হাট, দোকান পাট, মানুষের চলাচল শুরু হয়েছে।

এ গুলো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়তই মহাসড়কের আশপাশ থেকে এ গুলো সরিয়ে নিতে আমার পদক্ষেপ নিয়েছি।

লেগুনাসহ ছোট তিন চাকার গাড়িগুলো মহাসড়কে যাতে উঠতে না পারে সে ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার পার্ক এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

এর আগে তিনি জেলা পুলিশ লাইনসে জেলার ১৩টি থানার মধ্যে ৯টি থানায় ১টি করে নতুন পুলিশ পিকআপ হস্তান্তর করেন।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, শরিফুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।