নন্দীগ্রামে ভোরের ডাক’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৭ পিএম, সোমবার, ১৯ মার্চ ২০১৮ | ৫৫৬

জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে দিনব্যাপি রক্তের গ্রুপিং ও রক্তের কনিকা নির্নয় অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ভোরের ডাক’র প্রতিষ্ঠা বার্ষিকীর একটি শোভাযাত্রা বের করে। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বকুল হোসেনের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব আয়োজিত সভায় ভোরের ডাক’র সংবাদদাতা এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। তিনি বলেন, একটি পত্রিকা সমাজ গঠনের দর্পন। ভোরের ডাক সেই দায়িত্বটি ২৭বছর ধরে পালন করে আসছে। ভোরের ডাক অবহেলিত জনপদ ও মানুষের কথা বলে। সঠিক তথ্যে সংবাদ প্রকাশ করতে উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, ৭১ ভিশন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাকছুদ আলম হাওলাদার, থানার এসআই জিন্নুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম পিংকু।

এতে বক্তব্য দেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ বাদশা, জেলা জাতীয় সাংবাদিক ফাউন্ডেশনের ডা রাসেল মাহমুদ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ মতিন, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ফিরোজ রহমান, সাধারণ সম্পাদক সুমন কুমার নিতাই, দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, আরজেএফ’র সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাখাওয়াত হোসেন হানিফ, উমর ফারুক, সাদ্দাম হোসেন, আয়েশা আকতার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, এমএইচ কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ।

এদিকে, ভোরের ডাক’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার দিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপিং ও কনিকা নির্নয় করে নন্দীগ্রাম ফ্রেন্ডস বন্ডড ডনার ক্লাব। ক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।