বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য কনক কান্তি বড়ুয়া

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ | ৪৮৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার (১৫ মার্চ) তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আওয়ামী লীগ সমর্থক পেশাজীবীদের নেতা অধ্যাপক কনক কান্তি বড়ুয়া উপাচার্য পদে অধ্যাপক কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার মেয়াদ শেষে আগামী ২৪ মার্চ থেকে তিন বছরের জন্য ভিসির দায়িত্ব পালন করবেন অধ্যাপক কনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস সম্পন্ন করা অধ্যাপক কনক বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি। তিনি বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রথম সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।