তৌকীরের সিনেমায় ‘লগান’খ্যাত অভিনেতা


১০ মার্চ থেকে খুলনায় শুরু হয়েছে এর কাজ। এতে অংশ নিয়েছেন ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াশপাল শর্মাও। তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে এই ছবিতে।আর ২৭ মার্চ থেকে ঢাকায় বাকি শুটিং শুরু হবে। ছবিতে নাসির চরিত্রে সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা।
প্রসঙ্গত, ইয়াশপাল শর্মার বাংলাদেশে এটাই প্রথম সিনেমা। আমির খানের ‘লগান’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন এই অভিনেতা। এরপর ‘গঙ্গাজল’, ‘রিস্ক’, ‘সিং ইস কিং’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’সহ এমন অনেক বলিউডের ছবিতে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটে রেখেছেন তিনি।
এমএমআর