পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৫০০

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. মাহবুব আলম পিপিএমকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১২ মার্চ সোমবার বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম এর হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।

এসময় বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় লেখাপড়ায় ফলাফলের পাশাপাশি সার্বিক দিক থেকে উন্নতি করছে। ফলাফলের ধারাবাহিকতা যাতে আগামীতেও অব্যাহত থাকে তাই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার।

আমি আশা করবো সকলের সমন্বিত প্রচেষ্টায় ২০২১ সালে প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটি দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে। ” এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।