ট্রাম্পকে মূর্খ বললেন সোনম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ৭৬০

রোববার (১১ মার্চ) সোনম নিজের টুইটারে এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন।

জানা গেছে, হাতি শিকার নিয়ে একটি নতুন নিয়ম আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়মে শিকারকে আইনি বৈধতা দেওয়া হবে। এনিয়ে আমেরিকার বহু পশুপ্রেমী ক্ষোভে ফেটে পড়েছেন। 

আমেরিকার বিখ্যাত কমেডিয়ান এলেন ডিজেনরাস টুইটারে একটি পোস্ট করে এ আইনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া পশু শিকারের মতো মধ্যযুগীয় কাজকে বৈধতা দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ টুইটের পরেই পাল্টা টুইট করেন তারকা সোনম। 

সোনম টুইটে লিখেছেন ‘ভারতে পশু শিকার অবৈধ। এটা এমন একটা বিষয় যা ভারতের থেকে অন্যান্য দেশের শেখা উচিত। ‘ট্রাম্প একেবারে মূর্খ ।’

এমএমআর