তৌকীরের ছবিতে অবশেষে সিয়ামের নায়িকা তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ এএম, রোববার, ১১ মার্চ ২০১৮ | ৪২৬

মাস খানেক ধরেই চলচ্চিত্রপাড়ায় উড়ে বেড়াচ্ছিলো খবরটি। তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়া’তে অভিনয় করতে যাচ্ছেন তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ। তার বিপরীতে নায়িকা কে থাকছেন সেই প্রশ্নে উঠে এসেছে বেশ কিছু নাম।

ছবির নাম ‘ফাগুন হাওয়া’। তবে নির্মাতা বরাবরই এই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন। সময় নিয়েছেন চূড়ান্ত হওয়া পর্যন্ত। অবশেষে গত বৃহস্পতিবার  তৌকীর আহমেদ জানালেন, তার ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তিশাকে।

এদিকে তিশা জানালেন, ‘ছবিটিতে কাজ করতে যাচ্ছি আমি। চমৎকার একটি গল্প। আমার চরিত্রটিও দারুণ। অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। আর তৌকীর ভাইয়ের পরিচালনায় কাজের অন্যরকম ভালো লাগা আছে। তার সঙ্গে ‘হালদা’ ছবিতে কাজ করে চমৎকার অভিজ্ঞতা হয়েছে। সিয়াম এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা। তার সঙ্গে চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতাটি ভালো হবেই বলে প্রত্যাশা।’

সিয়াম আহমেদ বলেন, ‘ছবিটিতে শুটিংয়ের জন্য মুখিয়ে আছি আমি। নিজেও জানার অপেক্ষায় ছিলাম কে থাকবেন বিপরীতে। অবশেষে তিশা আছেন জেনে খুবই ভালো লাগছে। তিশা দুর্দান্ত একজন অভিনেত্রী। তার সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে পেরে আমি আনন্দিত। আশা করছি ‘ফাগুন হাওয়া’ দোলা দেবে দর্শকের মন।’

‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হবে । টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ৭ মার্চ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও ১০ মার্চ থেকে খুলনায় শুটিংয়ে যাচ্ছে ‘ফাগুন হাওয়া’।

সিয়াম-তিশা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম, শাহাদাত হোসেন প্রমুখ।

এমএমআর