টাঙ্গাইলে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:২৩ পিএম, শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৪২৯

টাঙ্গাইলে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন এটুআই এর প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।

উদ্বোধন শেষে অতিথি বৃন্দরা মেলার ৪২ টি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডিজিটাল মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।