বাসাইলে নারী দিবস ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত
 
												 
																			টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।
এনায়েত করিম বিজয়/এইচএইচ
 
                         
 
             
            